সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শুধুমাত্র আকিদাহ সহীহ নয়, মানহাজও শুদ্ধ হওয়া চাই

শুধুমাত্র আকিদাহ সহীহ নয়, মানহাজও শুদ্ধ হওয়া চাই শুধুমাত্র আকিদাহ সহীহ নয় , মানহাজও শুদ্ধ হওয়া চাইঃ ড আব্দুল্লাহ জাহাংগীর রাহিমাহুল্লাহর একজন ছাত্র লিখেছে ,  “ এদেশের অধিকাংশ আলীমরা যেখানে একে-অপরের বিরুদ্ধে ব্যস্ত সেখানে তিনি (ড আব্দুল্লাহ জাহাংগীর) খ্রিষ্টান মিশনারীদের বিরুদ্ধে দিনের পর দিন পরিশ্রম করেছেন। এবং উম্মতের ঐক্যের জন্যও চেষ্টা করেছেন। ” লেখক আমাদের দেশের অধিকাংশ আলেমদের এই বলে সমালোচনা করছে যে ,  “ তারা শুধু একে-অপরের বিরুদ্ধে কাঁদা ছোঁড়াছুড়িতে ব্যস্ত। ” এমন কিছু লোক বর্তমানে রয়েছে , যারা  ‘ জারহ ও তাদীলের ’   ইলমকে পছন্দ করেনা ,  শিরক ও বিদাতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া এবং গোমরাহীতে লিপ্ত ব্যক্তদের বিরুদ্ধে মুসলমানদেরকে সতর্ক করার মানহাজে বিশ্বাসী নয়। অবশ্য তাদের এই অবস্থানের পক্ষে তারা বিভিন্ন যুক্তি বা কারণ দেখায় ,  তবে মূলত এর কারণ হচ্ছে অজ্ঞতা। ফেইসবুক , ইন্টারনেটে এমন কিছু ব্যক্তি রয়েছে , যারা সালাফী মানহাজ সম্পর্কে জানেনা ,  বা জানলেও তার বিরোধীতা করে। অনেক সালাফী / আহলে হাদিস ভাইয়েরা তাদের লেখা নিয়মিত পড়ে , ...